পূর্ব রেলওয়ে তে নতুন জেনারেল ম্যানেজার নিযুক্ত করা হলো।

পূর্ব রেলওয়ে তে নতুন জেনারেল ম্যানেজার নিযুক্ত করা হলো।

ভারতীয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিলিন্দ দেউসকার কে পূর্ব রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ করা হলো। তিনি ভারতীয় রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস এর অফিসার ছিলেন। দেউসকার ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব এর আগে সামলেছেন, অতীতে তিনি Principal chief materials manager হিসেবে ICF(Intergal Coach Factory)এ  কাজ করেছেন। এছাড়াও ভারতীয় রেলওয়ে বিভাগের অনেক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

Post a Comment

0 Comments

Close Menu