ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম হলো। শুক্রবার রাতে (ভারতীয় সময় শনিবার) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে এক অভূতপূর্ব কী র্ব র্তি গড়ল ইংল্যান্ড। টি২০ আন্তর্জা তিক ক্রিকেটে ৩০০ রানের গণ্ডি পেরোনো প্রথম পূর্ণ সদর্ণ স্যের দল হিসেবে নিজেদের নাম লেখাল তারা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধা রির্ধা ত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৪ রানের পাহাড়সম স্কোর দাঁড়দাঁ করায়। এই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬.১ ওভারে মাত্র ১৫৮ রানে গুটিয়ে যায়। এর ফলে ইংল্যান্ড ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায়। ইংল্যান্ডের এই রানের ঝড়ের মূল কারিগর ছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। সল্ট মাত্র ৬০ বলে ১৪১ রানের এক অপরাজিত ইনিংস, এক বিস্ফোরক ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা দেন। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা এই জুটিজু মাত্র ১৮ বলে বাটলারের অর্ধশতর্ধ রানের পর ৫.৫ ওভারেই দলের স্কোর ১০০-তে নিয়ে যান। এরপর সল্ট মাত্র ৩৯ বলে শতরান পূর্ণ কর্ণ রে ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি২০ শতকের রেকর্ড গড়েন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। অধিনায়ক এইডেন মার্করা র্ক মের ৪১ ও বিয়র্ন ফর্ন র্টুইনের ৩২ রানের ছোট দুটি ইনিংস ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ইংল্যান্ডের হয়ে বল হাতে দারুণ পারফর্ম কর্ম রেন জোফ্রা আর্চা র ও স্যাম কারান। আর্চা র ২৫ রানে ৩টি এবং কারান মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এই জয়টি টি২০ আন্তর্জা তিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় হিসেবেও রেকর্ড হয়েছে। এই ম্যাচ শুধুএকটি জয় নয়, বরং টি২০ ক্রিকেটে নতুন এক মানদণ্ড তৈরি করল।

0 Comments