মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিজের মনোনয়ন জমা করেন তৃনমূল প্রার্থী


 নিজস্ব সংবাদদাতাঃ মনোনয়ন পত্র জমা করার শেষ দিনে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়, এদিন দিনহাটা মহকুমা দপ্তরে এসে নিজের মনোনয়ন পত্র জমা করেন তিনি। এদিন তৃনমূল কংগ্রেসের জেলা স্তরের সকল নেতৃবৃন্দের সঙ্গে মিছিল করে নিজের মনোনয়ন পত্র জমা করতে আসেন এবারের সিতাই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সঙ্গীতা রায়। এর আগে সিতাই বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী তারপর কংগ্রেস ও বিজেপি সহ বেশ কিছু প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষ, প্রার্থী সঙ্গীতা রায়, সুচিস্মিতা দেবশর্মা, আব্দুল জলিল আহমেদ সহ জেলা বিভিন্ন প্রান্তের‌ নেতৃত্ব বৃন্দ।

Post a Comment

0 Comments

Close Menu