অতিবৃষ্টির পর এবার বিদায়ের পালা পুজোর আগেই

 

বর্ষা রর্ষা বিদায় ঘণ্টা বেজে গেল (Weather Update)! মৌসম ভবনের পূর্বা ভা র্বা স অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে শুরু করবে। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে মৌসুমী বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হলেও এ বছর আগেভাগেই পিছু হটতে চলেছে বর্ষা ।র্ষা তবে, পুরো দেশ থেকে বর্ষা বিদায় নিতে সময় লাগবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। র্য চলতি বছরের বর্ষা নানা দিক থেকেই অস্বাভাবিক ছিল। ২৪ মে কেরলে বর্ষা রর্ষা আগমন ঘটে—যা স্বাভাবিক সময়ের থেকে অনেকটা আগে। এর পর মাত্র এক মাসের মধ্যেই, ২৬ জুনেজু র মধ্যে সারা দেশ বর্ষা রর্ষা কব্জায় চলে আসে। ২০২০ সালের পর এই প্রথম দেশে এত দ্রুত ও আগাম বর্ষা প্রবেশ করেছিল। ফলে বৃষ্টিবৃ র দাপটও ছিল চোখে পড়ার মতো। এ বছর দেশের গড় বৃষ্টিবৃ পাত হয়েছে ৮৩৬.২ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিবৃ পাত ৭৭৮.৬ মিলিমিটার। অর্থাৎ, প্রায় ৭ শতাংশ বেশি বৃষ্টিবৃ হয়েছে। ভারতের অর্থনীর্থ তি ও কৃষির সঙ্গে বর্ষা রর্ষা যোগ অঙ্গাঙ্গীভাবে জড়িত। দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরর্ভ শীল। জিডিপিতেও কৃষির অবদান প্রায় ১৮ শতাংশ। ফলে বৃষ্টিবৃ র আধিক্য কিংবা ঘাটতি—দুই-ই কৃষি এবং সামগ্রিক অর্থনীর্থ তিতে গভীর প্রভাব ফেলে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থের্ধ কে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ধাপে ধাপে বিদায় নেবে বর্ষা উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিবৃ র দাপট অব্যাহত রয়েছে। শনিবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যু ৎ-সহ মাঝারি বৃষ্টিবৃ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃহস্পবৃ তিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিবৃ র পর শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে, সেপ্টেম্বরেই শুরু হচ্ছে বিদায়ের পালা। এবার বর্ষা রর্ষা বিদায় সুরের সঙ্গে সঙ্গে বাঙালির ক্যালেন্ডারে হাজির পুজোর আমেজ।

Post a Comment

0 Comments

Close Menu