রাত পোহালেই এসএসসি-র একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে রবিবার হবে পরীক্ষা। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষায় বসবেন ২লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। ৭ সেপ্টেম্বরের মতো এদিন কড়া নিরাপত্তায় পরীক্ষা করাতে প্রস্তুত এসএসসি। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা যেমন থাকবে, তেমন রাস্তাঘাটে কেউ সমস্যায় পড়লে তার ব্যবস্থাও করা হবে। স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হচ্ছে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। এবার রবিবার হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড রাখতে হবে। অ্যাডমিটকার্ডেরর্ডে ছবি বা সই অস্পষ্ট থাকলে আধারকার্ড রাখতে হবে। সঙ্গে প্রতিলিপিো সঙ্গে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল
পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের লিস্ট দেওয়া থাকবে। নির্ধা রির্ধা ত সময়ে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে। তল্লাশি চালিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর জন্য সময় লাগবে। তাই অনেক আগেই পৌঁছে যেতে বলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টিসৃ না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বরের তালিকাও টাঙানো থাকবে।
.webp)
0 Comments