ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, যাতে শাহরুখের সব ছবি ফ্লপ হয়: গৌরী খান

 

বলিউডের সেরা জুটিজু র তালিকায় প্রথম সারিতেই আসে শাহরুখ খান ও গৌরী খানের নাম। তাদের প্রেমকাহিনি আজও চর্চিত। তবে এই সম্পর্কেরর্কে অন্দরমহলে এমন এক সত্যি লুকিয়ে আছে, যা শুনলে অবাক হতে হয়। যে শাহরুখ একসময় শুধুগৌরীর জন্যই দিল্লি থেকে চলে এসেছিলেন মুম্বইতে, সেই গৌরীই নাকি প্রথমদিকে চাইতেন শাহরুখের ছবি যেন একের পর এক ফ্লপ হয়। কারণ, তখন গৌরী মোটেই চাইছিলেন না যে তাঁরতাঁ স্বামী বলিউডে কেরিয়ার গড়ে তুলুন। এক সাক্ষাৎকারে খোলাখুলি সেই সত্যিই জানিয়েছিলেন গৌরী খান। তাঁর কথায়, 'সবাই ভাবে আমি সবসময় শাহরুখের পাশে থেকে তাকে সমর্থনর্থ করেছি। কিন্তু আসল সত্যিটা হলো, আমি চাইতাম ওর সিনেমাগুলো না চলুক। তখন আমার বয়স মাত্র ২১। খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল। আমি জানতাম সিনেমা জগতে জায়গা পাওয়া কতটা কঠিন। মনে হতো, যদি ওর ছবি হিট না হয়, তবে আমরা ফের দিল্লি ফিরে যাব।' গৌরী আরও জানিয়েছিলেন, সিনেমা জগতটা তখন তাঁরতাঁ কাছে একেবারেই অচেনা। তাই সবকিছু তাঁকেতাঁ ভীত করত। সেই কারণেই অন্তরে চাইতেন শাহরুখের ছবি না চলুক। কিন্তু ভাগ্যের ফের, শাহরুখের সিনেমা সাফল্যে গর্ববো র্ব ধ করতে শুরু করেন গৌরী। শুধুতাই নয়, নিজেও কেরিয়ার তৈরি করেন।মুম্বইতেই গড়ে ওঠে নতুন সংসার, আর শাহরুখ-গৌরীর জীবন হয়ে ওঠে বলিউডের রূপকথা।

Post a Comment

0 Comments

Close Menu