নেপালের অন্তর্বর্তী র্ব প্রধান সুশীলা কার্কিকে' শুভেচ্ছা বার্তা মোদীর, আগামী কতদিন নেপালের মসনদে থাকবেন কার্কি?

 

গতকাল শুক্রবার নেপালের অন্তর্বর্তী র্ব সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশীলা কার্কি।র্কি ওলি সরকারের পতনের পর অশান্ত নেপালে পুনরায় শান্তি ফেরানোর দায়িত্ব পড়েছে তাঁরতাঁ উপর। এবার নেপালের অন্তর্বর্তী র্ব সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকের্কি আগামীর শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তাঁরতাঁ এক্স পোস্টে লিখেছেন, ' নেপালের অন্তর্বর্তী র্ব সরকারের প্রধান হিসেবে নির্বা চির্বা ত মাননীয়া সুশীলা কার্কীকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেপালের প্রত্যেকে মানুষের শান্তি, সমৃদ্ধিমৃ এবং অগ্রগতির জন্য ভারত দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।' মোদীর শুভেচ্ছা বার্তা র আগে গতকাল অন্তর্বর্তী র্ব সরকারের দায়িত্ব গ্রহণের পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও কার্কিকের্কি শুভেচ্ছা জানান হয়।

গতকাল শুক্রবার নেপালের অন্তর্বর্তী র্ব সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশীলা কার্কি।র্কি ওলি সরকারের পতনের পর অশান্ত নেপালে পুনরায় শান্তি ফেরানোর দায়িত্ব পড়েছে তাঁরতাঁ উপর। এবার নেপালের অন্তর্বর্তী র্ব সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকের্কি আগামীর শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি ভারত এবং নেপালের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কেরর্কে কথাও উল্লেখ করেছেন তিনি। 

Post a Comment

0 Comments

Close Menu