বিশ্ব কবিতা দিবস উপলক্ষে দুর্নিবার মাসিক ই ম্যাগাজিন আয়োজিত জেলা কবিতা উৎসব অনুষ্ঠিত হল

কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের পক্ষ থেকে কোচবিহার সাহিত্য সভায় আয়োজিত হল জেলা কবিতা উৎসব। এদিন সকাল থেকে সাহিত্য সভায় বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে এই বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের পক্ষ থেকে এদিন কবিতা উৎসবের প্রথমার্ধে জেলার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা মূলক আবৃত্তি অনুষ্ঠান হয়। পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথি, বাচিক শিল্পীরা স্বরচিত কবিতা পাঠ করেন। 

কোচবিহারের সাহিত্য সভায় এদিন দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়, এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান হয়। এই কোচবিহার জেলা কবিতা উৎসব উপলক্ষে দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের অনলাইন সংখ্যা প্রকাশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নিবার মাসিক ই ম্যাগাজিনের সম্পাদিকা মধুমিতা ঘোষ, শুভ্রালোক দাস, দীপাঞ্জন দত্ত, নিকিতা আচার্য্য, ধৃতিমান দত্ত সহ পত্রিকার সকল সদস্যবৃন্দ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বিশিষ্ট প্রাবন্ধিক ডঃ দিগ্বিজয় দে সরকার , নাট্যকার দীপায়ন ভট্টাচার্য্য , সুবীর সরকার , সঞ্জয় সোম ,হরিপদ রায় , অমিত কুমার দে ,বাচিক শিল্পী চায়না চ্যাটার্জী প্রমুখরা । অনুষ্ঠানের শুভ সমাপ্ত হয় দুর্নিবারের সপ্তম বর্ষ তৃতীয় সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে ।

Post a Comment

0 Comments

Close Menu