সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হলেন মহম্মদ সেলিম, বাদ একাধিক হেভিওয়েট নেতা, বিস্তারিত পড়ুন

আবার সর্বসন্মতিতে সিপিএমের (Cpim) রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। নতুন করে গঠন করা হয়েছে রাজ্য কমিটিও। বেশ কিছু উল্লেখযোগ্য মুখ যেমন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছে, তেমনি কয়েকজনকে অন্তর্ভূক্তও করা হয়েছে। ২৭ তম রাজ্য সম্মলেন (Cpim State Conference) থেকে মোট ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মহিলা সদস্য ১৪ জন। ১১ জন নতুন মুখ।বাদ পড়ার মধ্যে রয়েছেন, একসময় পশ্চিম মেদিনীপুরের দোর্দণ্ড প্রতাপ নেতা তথা বাম আমলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সুশান্ত যেমন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন তেমনি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতেও জায়গা হয়নি তাঁর। ৯০ দশকে রাজনীতির পাদপ্রদীপে আসা গড়বেতার এই প্রাক্তন বিধায়ক ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেপ্তার হন। পরে তিনি ছাড়া পেলেও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হন। তাঁকে রাজ্য কমিটির সদস্যও করা হয়। কিন্তু এবারের সম্মলনে তাঁকে বাদ দেওয়া হল। উত্তরবঙ্গ থেকে বয়সের কারণে আগেই বাদ গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, এবার বাদ গেলেন দার্জিলিং জেলা কমিটির প্রাক্তন সম্পাদক জীবেশ সরকারও। তাঁকে আমন্ত্রিত সদস্য করা হয়েছে। উত্তরবঙ্গের খুব পরিচিত মুখ কেউ রাজ্য কমিটিতে থাকলেন না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। বাদ গিয়েছেন বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র। তাঁকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে। রাজ্য থেকে সিপিএমের একমাত্র রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যও কমিটিতে জায়গা পাননি। দলের গুরুত্বপূর্ণ কন্ট্রোল কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে অঞ্জু করকে।

Post a Comment

0 Comments

Close Menu