দ্বিতীয় বর্ষ দিনহাটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়ী হল রিও একাদশ


 গতবছরের মতো এবছরও অনুষ্ঠিত হল দিনহাটা চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সংস্করণ। এবছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মোট ছয়টি দল, সারাদিনব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিও একাদশ এবং রানার্স আপ দল হয়েছে কাল ভৈরব ৯ স্টার। এই টুর্নামেন্ট প্রত্যেক বছর খবরাখবর নিউজের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে বিভিন্ন স্থানীয় খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবছর এই টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছে বাবুসোনা, সেরা বোলার শুভাশীষ, সেরা উইকেট কিপার স্বপ্নীল এবং সেরা ফিল্ডার হয়েছে লয়‌। টুর্নামেন্টের লিগ শিল্ড পেয়েছে গেম সুইংগাররা। 

Post a Comment

0 Comments

Close Menu