দিনহাটা, কোচবিহার: এবছর দিনহাটা গোসানি রোড আদর্শ ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষ উপলক্ষে এবছর তাঁদের পুজো মন্ডপ বৃন্দাবন প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এছাড়াও রয়েছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপালের তৈরি করা দুর্গা প্রতিমা যা ইতিমধ্যেই কলকাতা থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। দিনহাটা দুর্গাপূজা বেশ কয়েকবছর ধরে গোটা উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয় ইত্যাদি জায়গায় সুনাম অর্জন করেছে, এবছরও বিগ বাজেটের পুজোর লিস্ট লম্বা। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি পুজো মন্ডপ দর্শনার্থীদের মন কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। এবছর দিনহাটা শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে দিনহাটা আদর্শ ক্লাবের দুর্গাপূজা ও অন্যতম।হাতে গোনা আর কটা দিন ইতিমধ্যেই পুজো মন্ডপের কাজ জোর কদমে এগিয়ে চলেছে।
#দিনহাটা #দুর্গাপূজা #দিনহাটার_দুর্গাপূজা #মহালয়া


0 Comments