অর্নব অধিকারী, দিনহাটা:- মাত্র দু-বছর বয়সে ইন্ডিয়া বুকস্ অফ রেকর্ডসে স্থান অর্জন করলো দিনহাটা শহরের সৌরদীপ্ত ঘোষ, এত কম বয়সে ইন্ডিয়া বুকস্ অফ রেকর্ডসে স্থান অর্জন করায় খুশি সৌরদীপ্ত বাবা-মা সহ পরিবারের সকল সদস্যরা। সৌরদীপ্ত বাবা সুদীপ্ত ঘোষ দিনহাটা কলেজে কর্মরত এবং মা তনয়া ঘোষ দিনহাটা গালর্স হাইস্কুলে শিক্ষিকা। মাত্র দু-বছর বয়সে সৌরদীপ্ত ৩৭টি প্রানী, ৯টি সবজি, ১২টি ফল, ৪টি শুকনো ফল, ৮টি রঙ, ৪টি ফুল সহ মোট ৬৩টি সাধারণ জিনিস সহ ১২টি দেহের অংশ, ৫টি জাতীয় চিহ্ন চিহ্নিত করতে পারে। ১ থেকে ১০ পর্যন্ত বলতে পারে এবং ৭টি প্রানীর শব্দ চিনতে পারে। এত কম বয়সে এতো বড়ো সাফল্য অর্জনে পরিবারের সকল সদস্যরা খুশি।
্
0 Comments