একসময় লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলিউডের বিগ বি, পড়ুন বিস্তারিত


 সালটা ছিল ১৯৮৪ লোকসভা নির্বাচনের সব থেকে বড় চমক ছিল কংগ্রেসের প্রার্থী বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, উত্তরপ্রদেশের এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বলিউডের শেহেনসা অমিতাভ বচ্চন। তৎকালীন রাজীব গান্ধীর অনুরোধে প্রার্থী হতে রাজি হয়েছিলেন বলে অনেকে বলেন। ৮০র দশকের লোকসভা নির্বাচনে ৭০% ভোট পেয়ে ২ লক্ষ বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ৩ বছর সাংসদ থাকার পর তিনি হঠাৎ সাংসদ পদ থেকে পদত্যাগ করেন এবং রাজনীতি থেকে দূরে সরে রান। আর কোনদিন রাজনীতি ময়দানে আসেননি তিনি। আসলে ঘটনা হয়েছিল যখন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম বোফোর্স মামলায় নাম জড়িয়েছিল সাথে তৎকালীন সাংসদ অমিতাভ বচ্চনের নাম ও একই মামলায় জড়িয়ে পরেছিল। অমিতাভ বচ্চনের উপর নানা অভিযোগ উঠতে থাকে‌। এসব কারনের জন্য তিনি রাজনীতির থেকে দূরে সরে আসেন বলে অনেকে বলেন। কিন্তু এক অজানা ইতিহাসে এক সময় কংগ্রেসের গড় বলে পরিচিত এলাহাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বলিউডের শেহেনসা অমিতাভ বচ্চন। 


সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর আর কোনদিন রাজনীতি ময়দানে আসেননি তিনি, বরং তার স্ত্রী জয়া বচ্চন বর্তমানে রাজ্যসভার সাংসদ।

Post a Comment

0 Comments

Close Menu