নাগরিকত্ব প্রমানের জন্য লাগবে কোন কোন নথি ? ১২ টির মধ্যে আপনার কাছে কোনটি আছে ! দেখে নিন একনজর

নাগরিকত্ব প্রমানের জন্য , এখন আধার কার্ডকের্ড ও বৈধ পরিচয় পত্র হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে শীর্ষ আর্ষ দালত । জাতীয় নির্বা চনর্বা কমিশনকে সুপ্রিম কোর্টের তরফে , স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে , আধার জন্য মান্যতা দেওয়ার হয়েছে । একনজরে দেখে নিন , তালিকায় থাকা ১২ টি নথি কি কি - ১. রাজ্য বা কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ-র নিয়মিত কর্মী ও পেনশনভোগীদের পরিচয়পত্র ও পেনশন অর্ডা রের নথি 

২. ১৯৮৭ সালের জুলা জু ইয়ের আগের সরকার/ব্যাংক/ডাকঘর/এলআইসি/ পিএসইউ কর্তৃকর্তৃ জারি করা পরিচয়পত্র বা সনদের নথি 

৩. জন্ম শংসাপত্র অর্থা ৎর্থা বার্থ সা র্থ র্টিফিকেট 

৪. পাসপোর্টের নথি 

৫. মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত শংসাপত্র 

৬. রাজ্য সরকার কর্তৃকর্তৃ দেওয়া স্থায়ী বসবাসের নথি 

৭. বন অধিকার শংসাপত্র 

৮. এসসি/ওবিসি/এসটি বা অন্য কোনো জাতিগত নথি 

৯. সিটিজেনশিপের ন্যাশনাল রেজিস্ট্রেশনের নথি 

১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষর্তৃ দ্বারা প্রস্তুত পরিবার নিবন্ধন 

১১. সরকারি জমি বা বাড়ির দলিল 

১২. আধার কার্ড ( র্ড সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ) 

আশঙ্কা , দুর্গা পু র্গা জো শেষ হলেই , বাংলায় SIR শুরুর সম্ভাবনা । তবে , বিহারের পর , শুধুবাংলা নয় , আরো একাধিক রাজ্যেও হতে পারে SIR । এই আবহে দাঁড়িদাঁ য়ে , নাগরিকত্বের পরিচয়ের জন্য , ১২ টি নথির তালিকা জানাল নির্বাচন কমিশন ।

Post a Comment

0 Comments

Close Menu