পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসর্ভি কমিশনের (এসএসসি) একাদশ- দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল আদালত। বৃহস্পবৃ তিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চর্থ ট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এর ফলে দীর্ঘ প্রর্ঘ তীক্ষার পর এবার শুরু হচ্ছে বিচারপ্রক্রিয়া। কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? আদালত সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B), প্রমাণ আড়াল (IPC 201), প্রতারণা (IPC 420), নথি জাল (IPC 467, 468, 471)। এই ধারাগুলির ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই এবং শীঘ্রই শুরু হবে আদালতের শুনানি। পার্থ (Partha Chatterjee) র্থ ছাড়া আর কাদের নাম রয়েছে চার্জশির্জ টে? চার্জশির্জ ট অনুযায়ী, এই চার্জে নাম রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁরতাঁ মেয়ে অঙ্কিতা অধিকারীর। পাশাপাশি, SSC-র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য,র্য আধিকারিক সমরজিৎ আচার্য, র্যকল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা এবং পর্ণা বসুর নামও রয়েছে।
একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হল। সূত্রের খবর, শুনানির দিন পার্থ চর্থ ট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ অভিযুক্তরা আদালতে নিজেদের পক্ষ তুলে ধরবেন, অন্যদিকে সিবিআই প্রমাণ হাজির করবে। এখন আদালতের বিচারের দিকেই তাকিয়ে গোটা রাজ্য, কারণ এই মামলার রায় শিক্ষাজগতের পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।

0 Comments